Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
আলসারের চিকিৎসায় আদা

আলসারের চিকিৎসায় আদা

Desk | আপডেট : ১৬ আগস্ট, ২০১৯ ২০:২৫
আলসারের চিকিৎসায় আদা

আলসার সাধারণত গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার নামে পরিচিত। এটি সম্ভবত মানুষের পেটের উপরের অংশে অথবা ছোট অন্ত্রের উপরের অংশে ফোঁড়া বা ঘা হয়। অ্যাসিড পেটেরে প্রাচীরে ক্ষতি করে তখন আলসার গঠিত হয়।আলসার সমস্যার সমাধান রয়েছে তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন আলসার, শিরোনাম দেখেই বুঝে গিয়েছেন কোন ঘরোয়া উপায়ের কথা থাকছে আজকের লেখায়।

চলুন তাহলে দেরি না করে জেনেই নেওয়া যাক আলসারের চিকিৎসায় আদার ব্যবহারঃ

উপকরণঃ
১। আদা
২। মধু
৩। পানি

তৈরি পদ্ধতিঃ
১। এক কাপ পানি এক চা চামচ আদা কুচি মিশিয়ে নিন। এবার এই আদা মেশানো পানি ৫ মিনিট মতো ফুটিয়ে নিন।

২। ৫ মিনিট পর নামিয়ে ছেঁকে নিন এবং ঠাণ্ডা হয়ে গেলে এক চামচ মধু মিশিয়ে পান করুন।

অনেকেই মনে করেন আদা খেলে গ্যাসের সমস্যা থেকে রক্ষা করে। একটি আদা আলসারের জন্য যে লক্ষণগুলি বেড়ে ওঠে সেগুলি চিকিৎসা করতে সহায়তা করে। যার মাধ্যমে আলসারের চিকিৎসায় সহায়তা করে।এই পানীয়  নিয়মিত তিনবার পান করলে আলসারের সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

উপরে